গাজীপুরের কালীগঞ্জে নারী শ্রমিককে (৩০) শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে তাকে তুমলিয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।
এজাহার ও থানা সূত্রে জানা যায়, ছনিয়া বেগম শুক্রবার (১৪ মার্চ) আনুমানিক রাত সারে নয়টায় প্রকৃতির ডাকে ঘর হতে বাইরে গেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক গ্রামের মামুন মিয়া (২৪) ছনিয়াকে ঝাপটে মুখ চাপিয়ে ধরে। এসময় নারী লোভী মামুন অবৈধভাবে যৌন কাজ চরিতার্থ করা জন্য ছনিয়ার স্পর্শকাতর স্থানে হাতাহাতি শুরু করে। ছনিয়ার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে মামুন দৌড়ে পালিয়ে যায়।
এঘটনায় ছনিয়া বাদী হয়ে মামুনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং (১৪), ১৫/০৩/২৫ইং। তারই ধারাবহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১৫ মার্চ) দুপুরে পাড়ারটেক এলাকা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। ছনিয়া তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক গ্রামের সেলিম মিয়ার স্ত্রী এবং মামুন একই এলাকার আনারুল মিয়ার পূত্র।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে জানান, এজাহারভুক্ত নারী লোভী মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে রুপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :