শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে “ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে দিনব্যাপী জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ১৮ টি ইউনিয়নে ৪৩২ টি ও শিবচর পৌরসভায় ৩২ টি অস্থায়ী ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৪৬৫ টি ক্যাম্পে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাতিমা মাহ্জাবিন বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এ ছাড়া, রাতকানা রোগ এবং মৃত্যুহার হ্রাস করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । আমরা আশা করছি যে, উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপজেলায় ৪৬৫টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম হোসেন, মেডিসিন কনসালটেন্ট ডা. চৌধুরী ফয়সালসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স ও কর্মচারীগণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :