চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকায় বোমা পেতে রাখা ও নাশকতা মামলার প্রধান তিন আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) এদেরকে আটক করা হয় এবং আটককৃতদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার সাহা জানান, কেরু চিনিকল এলাকায়, পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া, ঈশ্চরচন্দ্রপুরসহ ৫টি স্পটে মোট ১৪ টি বোমা পেতে আতংক সৃস্টি ও নাশকতামূলক কর্মকান্ডসহ আইন শৃংখলার চরম অবনতি করার প্রধান তিন আসামীকে শনিবার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দঃচাদপুর গ্রামের মো. সেলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন লিপন (৩৫) ও একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে রানা মন্ডল (৩৭) এবং দর্শনা পৌর এলাকার শান্তি পাড়ার আব্বাস আলীর ছেলে ইউনুস আলি (৩৫)।
দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর জানান, আটক আসামীদেরকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে। কেউ রেহায় পাবেনা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :