রাজশাহীর তানোর পৌর শহরের অর্কিড স্কুল এন্ড কলেজের আয়োজনে নবীন বরণ, এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) শেষ বিকেলে সদরের থানা মোড়স্থ আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অর্কিড স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলীর সভাপতিত্বে এতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন মুন্সী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অর্কিড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, কাইয়ুম আলী সহ অনেকে।
অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেন। শেষে উপস্থিত অভিভাবক, অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :