AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ দুর্ধষ দুই ডাকাত আটক, মালামাল উদ্ধার


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:৪৭ পিএম, ১৬ মার্চ, ২০২৫
মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ দুর্ধষ দুই ডাকাত আটক, মালামাল উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ দুর্ধষ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ১০ নং ইসলামপুর এলাকা হতে তাদের আটক করে মাটিরাঙা থানা পুলিশ।

আটককৃতরা হলো- ১.নাঈম আল সুলতান প্রকাশ নাঈম (৩১) সে মাটিরাঙা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। ২. মোঃ ইউসুফ প্রকাশ কালা (৩৫), সে লক্ষীপুর জেলার ১৮নং কুশাখালী ইউপি,র বাসিন্দা তছির আহম্মেদের ছেলে। তাদের উভয়ের নামে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়ার ১০ ইসলামপুর এলাকায় গত ৪ই মার্চ রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত ঘরে প্রবেশ করেন ডাকাত। তাদের দেশীয় অস্ত্রের ভয় ও জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় মঞ্জুর বাদী হয়ে মামলা রুজু করলে পুলিশ অভিযানে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০নং ইসলামপুর নাঈমের বসত বাড়ি থেকে তাদের দুজনকে আটক করা হয়।

এসময় তাদের স্বীকারোক্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র-কোরাবারী ১ টি,ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র ২ টি, ধামা ১ টি,  চাকু ১ টি,  চাপাতি ১ টি, হাসুয়া ২ টি, ছাই বর্ণের বোরখা ১ টি সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ ওসি. তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক জানান, মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করার ঘটনা দুই ডাকাতকে আটক করা হয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুন্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। 

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!