AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার


সাদুল্লাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ( ১৫ মার্চ ) রাত ৯টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 


আটক আলহাজ্ব সাহরিয়ার খাঁন বিপ্লব উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত. ফরহাদ খানের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।   


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে সাহরিয়ার খাঁন বিপ্লব উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে তাঁকে অনুসরণ করা থানা পুলিশের একটি দল উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে বিপ্লবকে আটক করে। 


সাদুল্লাপুর থানার ওসি মোঃ তাজ উদ্দিন খন্দকার আলহাজ্ব সাহরিয়ার খাঁন বিপ্লবের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!