মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে৷
শনিবার (১৫ মার্চ) ইউনিয়ন শাখার আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সাত্তারের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ০১ (জুড়ী-বড়লেখা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, জেলা ওলামা বিভাগের সেক্রেটারী হাফিজ মাওলানা নজমুল ইসলাম, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমান আজিজী, ইউনিয়ন টিম সদস্য মাওলানা শামসুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান গফুর, ৩নং ওয়ার্ড সভাপতি হেলাল আহমদ, ৪ নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি ফারুক আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা ফখরুদ্দীন পাঠান, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা কবির হোসাইন, ৬নং সহ-সভাপতি মুহাম্মদ নূর উদদীন, সাইফুর রহমান প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :