শেরপুরের নকলায় অবৈধ ২টি ইটভাটার চিমনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। রবিবার (১৬ মার্চ) সকালে ইটভাটাগুলো বন্ধসহ চিমনি গুড়িয়ে দেওয়ার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। ইটভাটাগুলো হল সেভেন স্টার ও চমক ব্রিকস।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। ওইসময় সার্বিক সহযোগিতায় ছিল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি, পুলিশ সদস্য ও বিদ্যুৎ অফিসেরর কর্মচারি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র জানান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :