চট্টগ্রামের বোয়ালখালীতে স্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটায় আবদুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ডেভার বিল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রহমত উল্লাহ।
এসময় তিনি বলেন, অবৈধভাবে টপ সয়েল কেটে জমি নষ্ট করায় আবদুল মান্নান,কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :