পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে “গড়বো সমাজ গড়বো দেশ, মানবতার বাংলাদেশ” এই স্লোগানে প্রতিষ্ঠিত নির্ভর ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি সংগঠনটি প্রতি বছরের চলমান মানবসেবা কার্যক্রমের একটি অংশ।
নির্ভর ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার নিজস্ব কার্যালয় থেকে ভোলার বিভিন্ন উপজেলার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা।
২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
নির্ভর ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা অ্যাড: মনিরুল ইসলাম মিয়া বলেন, "একঝাক তরুন নেমেছে মানবতার সেবায়। এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। যার মূল লক্ষ্য আর্ত-মানবতার সেবায় কাজ করার মধ্য দিয়ে মানব কল্যান সাধন ও সামাজিক উন্নয়নে অবদান রাখা। নির্ভর ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন ও মানবসেবায় ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। আমরা আশাবাদী যে ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো: রাজিব হাসান রিয়াদ বলেন, "আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য তাদের সুখে-দুঃখে সর্বদা সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :