চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দু`মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মো. ফজলু হকের ছেলে রকিবুল ইসলাম (২২) ও সন্তোষপুর গ্রামের হাসেম আলীর ছেলে সামাউল হক (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মুহিদ হাসান জানায়, রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময় জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের গাংপাড়ায় বাঁশ বাগানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়।
এ সময় মাদক কারবারি রকিবুল ইসলাম ও সামাউল হককে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত হতে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :