ঈদের আনন্দ শুধু ধনীদের বা সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের মাঝেই যেন সীমাবদ্ধ না থাকে, সেটি যেন সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষসহ সমাজের সকল শ্রেণির মাঝে ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্য বাস্তবায়ণে রাতের আঁধারে নিজের কাঁধে নিয়ে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা। উপহার বিতরণের কোনো ফটোশেসন বা ভিডিও করা হয়নি।
রোববার (১৬ মার্চ) মাদারীপুরের শিবচর উপজেলায় ‘জাতীয়তাবাদী পরিবার’র আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণের মূল উদ্যেক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সোহেল রানা।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে রাতের অন্ধকারে সোহেল রানা বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য উপহার হিসেবে পৌঁছে দেন।
মানবিক এই উদ্যোগের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা যায়যায়দিনকে বলেন, সমাজে এমন মানুষ আছে, যারা কখনও হাত পাতেননি। লজ্জায় সহায়তা নিতে পারেন না। তাদের সম্মানের কথা ভেবেই দিনের আলোতে না দিয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
তিনি আরো বলেন, ফটোশেসনের ভয়ে অনেক সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজন থাকলেও উপহার নেন না। সামাজিকভাবে পরবর্তিতে হেয় প্রতিপন্ন হন। নিজের সাধ্যের মধ্যে গোপনভাবেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। উপহার পেয়ে সেই মানুষগুলো খুব খুশি হয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :