গাজীপুরের কালিয়াকৈরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত মোহর আলী (৬০) কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায় শনিবার (১৫ মার্চ) বিকেলে ওই শিশুকে চকলেট কিনে দেয়ার কথা বলে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায় সেখানে ওই বৃদ্ধ শিশুটিকে কোলে বসিয়ে ধর্ষণ করার চেষ্টা রত অবস্থায় স্থানীয় কয়েকজন দেখে ফেলে এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। পরের স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওই বৃদ্ধ মহর আলীকে পুলিশে সোপর্দক করেন।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান এ ঘটনায় শিশুটির মা বিউটি বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন অভিযুক্ত মহর আলী কে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে উপজেলার ডাইনকিনি এলাকায় তমিজ উদ্দিন (৫০)কে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে কালিয়াকৈর থানায় সোপর্দ করেছে এ ব্যাপারে শিশুর মা ময়না আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে ময়না বেগম তার ১০ বছরের মেয়ে সোনিয়া এবং দুই বছরের মেয়েকে নিয়ে ডাইন কিনি এলাকায় ফরিদের বাড়িতে ভাড়া থাকেন।কাজের জন্য সকালে ময়না বেগম বাড়ি থেকে বের হয়ে গেলে তার ১০ বছরের মেয়ে সোনিয়া তার ছোট দুই বছরের বোনকে দেখাশোনা করে।
রবিবার সকাল দশটার দিকে সোনিয়া বাড়ির সামনে খেলা করতে গেলে তমিজ উদ্দিন সোনিয়াকে কৌশলে ডেকে নিয়ে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করলে সোনিয়ার ডাক চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে, পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সোনিয়ার কাছে ঘটনার বিবরণ শুনে তমিজ উদ্দিন কে আটক করে কালিয়াকৈর থানায় সোপর্দ করেন। উভয় ঘটনায় পৃথক দুটি ধর্ষণ চেষ্টা মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :