মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপি`র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
ইউনিয়ন বিএনপি`র আহবায়ক ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল আহমদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক মুস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :