AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মেরে আহত করলেন তিন যুবক


পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মেরে আহত করলেন তিন যুবক

পূর্ব শত্রুতার জেরে এক যুবককে রড ও লাঠি দিয়ে মেরে আহত করেছেন তিন যুবক। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের ফুলবাড়ি বাজারে। সে ওই গ্রামের শুকুর আলীর ছেলে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
 

দেলোয়ার হোসেন দলুর পিতা শুকুর আলী বলেন, রবিবার রাত ৮. ৩০ মিনিট। আমার ছেলে দলু (৩২) বাড়ি থেকে বের হয়ে পাশের ফুলবাড়ি বাজারের আবুল হোসেনের চাযের দোকানে যায়। এ সময় ওই গ্রামের নুর ইসলামের ছেলে নুর আলম, নুর আমীন ও মৃত আওয়ালের ছেলে আনোয়ার হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। 


এরপর তাদের হাতে থাকা রড, লাঠি ও দা দিয়ে বে- ধড়ক মারতে থাকেন। এতে করে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন শুকুর আলী। আপনার ছেলেকে মারার কারন জানতে চাইলে তিনি বলেন,পূর্ব কোন শত্রুতার কারনে হয়তো তারা এ ঘটনা ঘটেছে। 


কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন,বেশ কয়েক জায়গা আঘাতের চিহ্ন আছে। এরমধ্যে মাথাও আঘাত আছে। তবে অবস্থা ভাল। দেখে চিকিৎসা দিয়ে ভর্তি রাখ্ হয়েছে। 
 

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,একটা অভিযোগ পাওয়া গেছে। যা তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!