AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যাসিস্ট-জালিমদের বিচার দেখতে চায় জামায়াত আমির


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৪:১৪ পিএম, ১৭ মার্চ, ২০২৫
ফ্যাসিস্ট-জালিমদের বিচার দেখতে চায় জামায়াত আমির

যেই ফ্যাসিস্ট-জালিমরা সেলিম তালুকদারকে হত্যার পর তার পুরো পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ পেনাল কোড যে ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে আমরা সেই সর্বোচ্চ শাস্তির দাবি করছি। গড়িমসি করে সময় ক্ষেপণ করার দরকার নেই, অল্প সময়ের ভেতরেই খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচার ও শাস্তির আওতায় দেখতে চাই। 

সোমবার (১৭ মার্চ) দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে পথসভায় এসব কথা বলেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারে থেকে যারা নানা অপরাধে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তোলেন জামায়াতের এ শীর্ষ নেতা।


ঝালকাঠি জেলা জামায়াত আয়োজিত পথসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, সেলিম তালুকদারের জন্ম রমজান মাসে এজন্য তার আরেকটি নাম রয়েছে রমজান। যা ফার্সি শব্দ, কুরআনের ভাষায় সাওম বা সিয়াম। সবমিলিয়ে রোজা’র অভিভাবকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি তার নাম হবে সাইমা সেলিম রোজা। এখন থেকে সে এই নামেই পরিচিত হবে। শিশু কন্যাটি শহীদের সন্তান হিসেবে মর্যাদার সাথে বড় হবে ইনশাআল্লাহ। যার বাবা দেশের জন্য আপোষহীন হয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন, সেও যেন তার বাবার অনুসারী হয়ে ভালো মানুষ ও দেশপ্রেমিক হতে পারেন। আল্লাহ যেন জাতির খেদমতে এই মেয়েটাকে উপযুক্ততা দিয়ে তৈরি করেন। ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আ. জব্বার ও শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান হোসেন তালুকদার। 

বক্তৃতা করেন- মালয়া প্রবাসী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ নেয়ামুল করীম, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মাওলানা হেমায়েত উদ্দিন, জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাও. আবুবকর সিদ্দিক, রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জমান তালুকদার, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, নলছিটি উপজেলা আমীর মাওলানা জাকির হোসেন খান, কাঠালিয়া উপজেলা আমীর মাস্টার মজিবুর রহমান। 

পথসভা শেষে সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের পিত্রালয়ে শহরের কৃষ্ণকাঠিতে গিয়ে নবজাতক রোজাকে কোলে নিয়ে আদর করেন। এসময় সালামী স্বরূপ তাকে শুভেচ্ছা উপহার দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এসময় তিনি সাইমা সেলিম রোজা’র সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি পুরো পরিবারের পাশে জামায়াত থাকবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!