AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রকাশিত সংবাদের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা যুবদলের সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৪:২০ পিএম, ১৭ মার্চ, ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা যুবদলের সংবাদ সম্মেলন

জাতীয় দৈনিক, নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্মীপুর চর রমণী মোহন ইউনিয়নে যুবদল নেতা কর্তৃক ঠিকাদারের কাছে চাঁদা দাবী ও শ্রমিকদের মারধর শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ন আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন বলেন, গত ১৬ মার্চ বিভিন্ন জাতীয় দৈনিক, নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চর রমণী মোহন ইউনিয়নে যুবদল নেতা কর্তৃক ঠিকাদারে কাছে চাঁদা দাবী ও শ্রমিকদের মারধর শিরোনামে প্রকাশিত সংবাদ সঠিক নয়।


মূলত ঘটনার সাথে জড়িত আনোয়ার সম্রাট যুবদলের কোন পদে নেই। তাকে বিভিন্ন অনৈতিক কারণে বিগত ১৭ বছর পূর্বে অব্যাহতি প্রদান করেছে। গত ৫ আগষ্ট পূর্বে চর রমণী মোহন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন মেম্বারের সহযোগী হিসেবে আনোয়ার সম্রাট কাজ করতো।


জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠোর হুশিয়ারী কোন ফ্যাসিষ্ট দোরদের স্থান এই দলে হবেনা।


আওয়ামীলীগের উৎকৃষ্ট ভোগীরা বিভিন্ন ভাবে ষড়ষন্ত্র করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ষড়ষন্ত্র করছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!