AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জ এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:৪০ পিএম, ১৭ মার্চ, ২০২৫
সিরাজগঞ্জ  এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু

 সিরাজগঞ্জ শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত এ‌্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়াসহ অবৈধ উপায়ে ভিআইপি গাড়ি প্রবেশ করিয়ে চাঁদা নেওয়া বিষয়ে সংবাদ প্রকাশ ও অভিযোগের পর তদন্তর জন‌্য মাঠে নেমেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের একটি টিম। এসময় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস তুলতে আসা সিএনজি চালিত চালকেরা নানা অভিযোগ তুলে ধরেন।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে প্রাথমিক তদন্ত করেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) এর উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান খান ও রাশেদ খানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

এর আগে এ‌্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে গ্যাসের পরিবর্তে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দিয়ে ব্যবসা পরিচালনাসহ  সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নলকা ও সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অর্ধেক সরকারি রাস্তা দখল করে সম্পূর্ণ অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার সংবাদ প্রচার করা হয়।


এছাড়াও এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে না না অভিযোগ এনে, জেলা প্রশাসক, জেলা পুলিশসহ ১৩টি দপ্তরের লিখিত অভিযোগ প্রদান ক‌রেন সিরাজগঞ্জ জেলা অ‌টো‌টেম্পু অ‌টো‌রিক্সা শ্রমিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন। এসময় তদন্ত কর্মকর্তার নিকট এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের না না অনিয়ম তুলে ধরেন তি‌নি। অভিযোগের ভিত্তিতে অধিক তর তদন্তর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন,
উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) এর  উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান খান ব‌লেন, জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছিল তা খ‌তি‌য়ে দেখা স্বার্থে সার্বিক সহযোগিতা করার জন্য এসেছি প্রাথমিকভাবে ডিসপেন্সারের সমস্যা আছে কিনা সেটা পরবর্তী তদন্ত করে দেখা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!