AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দহগ্রাম সীমান্তে ফের কাটাতার নির্মাণ চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৫:২৩ পিএম, ১৭ মার্চ, ২০২৫
দহগ্রাম সীমান্তে ফের কাটাতার নির্মাণ চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ

লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শুন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে ফিরে যায় বিএসএফ।

সোমবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এ তারকাঁটা নির্মাণ ও বাঁধা প্রদানের ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ(সোমবার) সকালে দহগ্রাম সর্দার পাড়ার ভারত–বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপ-পিলারের কাছে শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে জানায়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে বিজিবি গিয়ে প্রতিবাদ জানালে তারকাঁটা নির্মাণ না করে চলে যায় বিএসএফ।

এ বিষয়ে দহগ্রাম সীমান্তের পানবাড়ী ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে টহল দল এবং পরে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা গিয়ে বিএসএফ কে তারকাঁটা নির্মাণে বাঁধা দেওয়া হয়। পরে বিএসএফ তারকাঁটা নির্মাণ না করে ফিরে যায়। বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!