ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)রুমানা তানজিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, মহিলা অধিপ্তরের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ. গাফফার, বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, যুবদল নেতা মুন্সী ইশারত, মাসুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :