কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন শাখার পক্ষ থেকে শ্রমজীবি শ্রমিকদের মাঝে নগদ অর্থ, টিউবওয়েল, ঢেউটিন ও সেনিটারী সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ আবু হানিফ এর সার্বিক সহযোগিতায় ভূবনঘর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অসহায় দরিদ্রদের হাতে এ নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ১০জন অসুস্থ ও বন্যার্তদের মাঝে নগদ অর্থ, ৫ জনকে টিউবওয়েল, ৪ জনকে সেনিটারী সামগ্রী ও ২ জনকে ঘরের চালের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সেক্রেটারি খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন সরকার ও বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুরাদনগর সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুরাদনগর উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক খান, জামায়াতে ইসলামী ধামঘর ইউনিয়ন শাখার আমীর মাও. খন্দকার আব্দুল আউয়াল, সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :