AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ


চাঁদপুরে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

জনতার কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শতাধিক নেতাকর্মী। সোমবার (১৭ মার্চ) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

এসময় সবার আগে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন। পরে পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

তিনি বলেন, মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় পার্টির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। এখান থেকে আমারা আজ শতাধিক নেতাকর্মী একযোগে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছি। যার একটাই কারণ, এই দল পতিত স্ফ্যাবৈরাচার ও সিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। এজন্য আমরাও নিজেদের অপরাধী মনে করি। নানা কারনে তখন আমারা এসবের প্রতিবাদ করতে পারেনি। যে কারণে আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।

তিনি আরো বলেন, আমরা ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। আমরা এই সরকারকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে, সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী। যার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে একসঙ্গে দেশের স্বার্থে, দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!