AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে সেল কাউন্টার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার


বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে সেল কাউন্টার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিপূর্বে রুটিন রক্ত পরীক্ষা চালু থাকলেও সেল কাউন্টার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার সংযোজন এর ফলে সরকারী হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে রোগী স্বল্প খরচে প্লেটলেট কাউন্টসহ কমপ্লিট ব্লাড কাউন্ট, ইলেক্ট্রোলাইট প্রভৃতি পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এর ফলে সরকারী স্বাস্থ্যসেবা আরও বৃদ্ধি পেল। 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন- গত তিন মাসে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফী মেশিন, ব্লাড ব্যাংক, আইসোফ্লুরেথেন যুক্ত অ্যানেসথেসিয়া মেশিন চালুর পর এবারে ব্লাড সেল কাউন্টার ও ইলেকট্রোলাইট অ্যানালাইজার চালুর মাধ্যমে বোয়ালখালীর প্রান্তিক জনগনের সরকারী স্বাস্থ্যসেবা ইতোমধ্যে অনেকাংশে উন্নীতকরণ সম্ভব হয়েছে।


এর পাশাপাশি আমরা ল্যাবরেটরি হাসপাতালের সামগ্রিক সেবা উন্নীতকরণে প্রতিনিয়ত চেষ্টা করে জানাচ্ছি। এ সকলের জন্যে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার,  নার্সসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের প্রতি  সার্বিক সহযোগিতার জন্য  কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!