AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বর্ণাকে নিয়ে আমরা গর্বিত -ইউএনও সারমিনা সাত্তার


স্বর্ণাকে নিয়ে আমরা গর্বিত -ইউএনও সারমিনা সাত্তার

ময়মনসিংহের নান্দাইলে বাক ও শ্রবণ  প্রতিবন্ধী স্বর্ণা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে সোনা জিতায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার তাকে সংবর্ধনা প্রদান করেন।

ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। ৪-২ গোলে জেতা ম্যাচে একটি গোল করেছেন অধিনায়ক স্বর্ণা আক্তার। এর আগে ২০২৩ সালে জার্মানির বার্লিনে গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফুটবলে দলের হয়ে সোনা জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন স্বর্ণা।

২০২৩ সালে জার্মানির বার্লিনে গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফুটবল দলের হয়ে সোনা জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন নান্দাইলের বাক ও শ্রবণ  প্রতিবন্ধী মেয়ে স্বর্ণা। শনিবার ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে আবারও সোনা জিতেছে স্বর্ণা। বিজয়ী দলের হয়ে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন একটি করে গোল করেন। সোমবার সকাল ৮টায় সোনাজয়ী দলটি শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এলে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বেলা আড়াইটায় নিজ এলাকায় নান্দাইলে আসলে তাঁকে উপজেলা প্রশাসন সংবর্ধনা দেয়।

জানা গেছে, স্বর্ণা আক্তার নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের দরিদ্র কৃষক নুরু মিয়ার (৫৫) কন্যা। নুরু মিয়ার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে স্বর্ণা তৃতীয় সন্তান। জন্ম থেকেই স্বর্ণা বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এ কারণে স্বর্ণা ভর্তি হয় নান্দাইল উপজেলায় অবস্থিত সেবা ফাউন্ডেশন পরিচালিত সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে। বর্তমানে সেখানে সে দশর্ম শ্রেণিতে পড়ছে।  

স্বর্ণার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ বলেন, বিদ্যালয়ে ভর্তির পরপরই স্বর্ণার খেলাধুলায় খুব আগ্রহ লক্ষ্য করা যায়। আমার বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন আটজন শিক্ষার্থী নিয়ে গত চার বছর ধরে বেশ কয়েকবার প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে নিয়ে গেছি। আর এই জন্য স্বর্ণা স্পেশাল অলিম্পকস বাংলাদেশ মহিলা ফ্লোরবল ক্রীড়া দলের হয়ে খেলতে ইতালিতে গিয়েছিলো।

এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, স্বর্ণাকে নিয়ে আমরা গর্বিত। স্বর্ণার জন্য আমাদের নান্দাইলও পরিচিতি লাভ করেছে। তাকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে যাতে করে সে নান্দাইলের পাশাপাশি দেশের আরো সুনাম বয়ে আনতে পারে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!