চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল আলিম (২৩) নামে এক জনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৭ মার্চ) বিকেলে দায়রা জজ মিজানুর রহমান দন্ডিতের উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত আলিম শিবগঞ্জের মির্জাপুর মুচড়াপাড়া গ্রামের মোস্তফার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে র্যাব, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় আলিম।
এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় মামলা করে র্যাবের উপ-পরিদর্শক আকরামুল হক। ২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এবং গোমস্তাপুর থানার তৎকালীন পরিদর্শক দিলীপ কুমার দাস আলিমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :