মাগুরায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার সেই শিশুটি আছিয়ার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহযোগিতার হাত বাড়ালেন গার্ল গাইডস এ্যসোসিয়েশন এর খুলনা আঞ্চলিক টিম। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটির নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌছে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন গার্ল গাইড এ্যসোসিয়েশনের টিম সদস্যরা। এসময় গার্ল গাইডস এর নেতৃবৃন্দ পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এ্যসোসিয়েশন এর খুলনা অঞ্চলের কার্য-১নির্বাহী কমিটির কমিশনার চাঁদ সুলতানা, সেক্রেটারী ফাতেমা আজিজ, খুলনা সদর উপজেলা আঞ্চলিক কমিশনার লায়লা আর্জুমান, মাগুরা জেলা স্থানীয় কমিশনার মর্জিনা খাতুন, মাগুরা সদরের স্থানীয় কমিশনার ফিরোজা জেসমিন, আঞ্চলিক কার্য নির্বাহী কমিটির সদস্য সামিরা সুলতানা, মনোয়ারা বেগম, নুরুন্নাহার রিপা, যশোর জেলা আঞ্চলিক কমিটির সদস্য মমতাজ বেগম, নাসরিন সুলতানা, অফিস স্টাফ বাপ্পী প্রমুখ।
শিশুর পরিবারকে শান্তনা দিয়ে গার্ল গাইডস এ্যসোসিয়েশন এর মাগুরা জেলা স্থানীয় কমিশনার মর্জিনা খাতুন বলেন, আমরা শিশুটির সাথে ঘটে যাওয়া ঘটনায় লজ্জিত। আমরা এই পরিবারকে আমাদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করে গেলাম। এর পরও যদি এই পরিবারের কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করে আমরা সব সময় এই পরিবারটির পাশে এসে দাড়াবো।
খুলনা অঞ্চলের কার্যনির্বাহী কমিটির আঞ্চলিক কমিশনার চাঁদ সুলতানা সাংবাদিকদেরকে জানান, এই শিশুটির সাথে যে নির্মম, পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সমাজে এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার কেউ ঘটনার সাহস না পায় সে জন্য অতি দ্রুত এই নির্মম ঘটনার সাথে জড়িত সকলের বিচারের রায় কার্যকর করতে হবে। দেশের অনেক জায়গায় এরকম ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে সেইসব ঘটনার বিচার কার্য সময় অনেক দেরি করা হয় বলে ভুক্তভোগীরা সঠিক বিচার পায় না। এই রকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এই পরিবারের সাথে আমরা সেদিকে তাকিয়ে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :