AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনে দুপুরে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইকালে ছিনতাইকারী আটক


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৩:৪০ পিএম, ১৮ মার্চ, ২০২৫
দিনে দুপুরে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইকালে ছিনতাইকারী আটক

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের পাশে প্রকাশ্য দিবালোকে শাহ্ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি  ট্রাক ছিনতাইয়ের সময় মঞ্জুর মিয়া (২১) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারোটার দিকে ধামরাই ফায়ার স্টেশনের সামনে কেলিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এঘটনা ঘটে। আটক মঞ্জুর মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পাবুরিয়া চালা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গাড়িটি পার্কিং করা ছিলো ছিনতাইকারী এসে ড্রাইভারকে মারধর করে রক্তাক্ত জখম করে। গাড়িটি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পরে ওই ছিনতাইকারী। পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে এসে ছিনতাইকারীকে আটক করে।

ট্রাকটির চালক ইয়াসিন আরাফাত হৃদয় জানান, তিনি গাড়িটি বন্ধ করে লেবারের জন্য অপেক্ষা করছিলেন। ফেসবুকে রিলস দেখছিলেন তিনি। হঠাৎ গাড়ি স্টার্টের শব্দ শুনলে আমি ছিনতাইকারীকে আটকাতে গেলে গাড়িতে যে লিভার রডটি ছিলো সেটি দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আমাকে উদ্ধার করে এবং এসময় সাথেসাথেই পুলিশ চলে আসে।

ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, আমাদের টহল টিম পাশেই ছিলো কিছুটা জটলা দেখেই আমরা ছিনতাইকারীকে আটক করি ও গাড়ির ড্রাইভারকে চিকিৎসার জন্য ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!