AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০৩:৫৩ পিএম, ১৮ মার্চ, ২০২৫
চুয়াডাঙ্গায় শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জাফরপুর গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। এ অভিযোগের জের ধরে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। 

সোমবার (১৭ মার্চ) রাতে জাফরপুরের পাওয়ার হাউস পাড়ায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই এলাকা ঘিরে রাখে স্থানীয়রা। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর রাত ৩টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা এনামুল হক জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এনামুল হক জনি (৪০) জাফরপুরের ফকির মোহাম্মদের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার ফকির মোহাম্মদের ছেলে এনামুল হক জনি (৪০) একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। এর আগেও তার একাধিক বিয়ে হয়েছিল। জনির আগের স্ত্রীর একটি কন্য সন্তান রয়েছে। ১৪ বছর বয়সী ওই কন্যাসন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। বিভিন্ন সময় সেই মেয়েকে কুনজর ও কুপ্রস্তাব দিতো অভিযুক্ত বাবা এনামুল হক জনি।


মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর স্ত্রী’র অনুপস্থিতিতে নিজের কন্যা সন্তানকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাবা এনামুল হক জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে ওই শিশুটি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে তার এক বান্ধবীকে বলে দেয় সে। এরপর গত ১৪ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা তিনটি প্যারাসিটামল ওষুধ সেবন করেন ভুক্তভোগী মেয়ে। এতে অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেয়া হয় তাকে। তখন বিষয়টি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।


জানাজানি হলে সোমবার অভিযুক্ত জনির বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা। প্রায় রাত সারে ১১টা পর্যন্ত তার বাড়ির সামনে অবস্থান নেয় উত্তেজিত গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।


চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাত ৩টায় ঝিনাইদহের কালিগঞ্জের কাশিপুর গ্রামের মামা বাড়ি থেকে আসামি এনামুল হক জনিকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে তাকে আদালতে তোলা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!