লক্ষ্যে মুকসুদপুরে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন- অবৈধ ভাবে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথ ঝুকিপূর্ণ, নিশ্চিত মৃত্যু। অবৈধভাবে মুকসুদপুরবাসীকে লিবিয়া না যেতে সচেতন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার রাঘদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়ে জনতা ব্যাংকের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। বৈদেশিক কর্মসংস্থান ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। ওই সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক ষষ্ঠী পদ রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সেগবাতুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ গোলাম মোস্তফা, ওসি মস্তফা কামাল প্রমুখ।
পরে সম্প্রতি লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পথে নৌ দুর্ঘটনায় নিহত মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের তিন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ১০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা সমাজ সেবা অফিস।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :