মানবতার কল্যাণে জামায়াত ইসলামের উদ্যোগে কালীগঞ্জে ঈদ ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। সৎ কর্মের আদেশ প্রদান, অসৎ কাজ থেকে বিরত রাখা এবং মানবতার কল্যাণে কাজ করতেই পৃথিবীতে মানব জাতীকে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) উজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসা এবং তুমুলিয়া ইউনিয়নের বোয়ালি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ ফুড প্যাকেট বিতরণ করা হয়। ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কর্ম পরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, উপজেলা আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, পৌর আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর নায়েবে আমীর মোঃ আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোঃ আনিছুর রহমান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মজিবুর রহমানসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুই শতাধিক ভাই বোনদের মাঝে এই ফুড প্যাকেট বিতরণ করা হয় । ফুড প্যাকেটে পোলার চাল, ডাল, চিনি,সেমাই ,পেয়াজ, সাবান,লবনসহ অন্যান্য পণ্য সামগ্রী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :