AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরহী আহত


উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরহী আহত

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা- উজিরপুর সড়কের পরমান্দসাহ গ্রামের শহীদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত, আরহী গুরুতর আহত।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুর ২:৪৫ মিনিটের সমায় উজিরপুর থেকে ডাবেরকুল যাওয়ার পথে পরমানন্দসাহা গ্রামের শহিদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা মাহিন্দ্রার সাথে সজোরে ধাক্কা লাগলে এ সময় মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম স্বপন (৩২) অপর যুবক মোটরসাইকেল আরোহী মোঃ জসিম উদ্দিন গুরুতর জখম হন। 

এসয়  স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক  জহিরুল ইসলাম স্বপনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে প্রেরণ করেন।


স্বপন  চিকিৎসাধীন অবস্থায় অনুমান বিকেল ৫ টার সময় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত জহিরুল ইসলাম স্বপন পৌরসভার ৫নং ওয়ার্ডের মোবারক হাওলাদারের পুত্র।


আহত জসিম বামরাইল ইউনিয়নের মোরাকাঠি গ্রামের রুহুল আমিন রাড়ীর পুত্র। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!