বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ`র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুতুবপুর ইউপি শাখার উদ্যোগে কুতুবপুর কাচাবাজার মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তিন হাজারেরও বেশি মানুষ একসঙ্গে ইফতার করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখা সদর মাওঃ আঃ সালাম, ইসলামী আন্দোলনের শিবচর শাখার সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওঃ মাহফুজুর রহমান ঢালি, ইসলামী আন্দোলনের শিবচর শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মো. শাহিন শিকদার ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর শাখার সেক্রেটারী মাওঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন যুব শাখার সভাপতি মাওঃ আল আমিন সিরাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মোঃ কাজী ইসমাম, কুতুবপুর কাচাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আঃ রহমান, কুতুবপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আঃ হক প্রমুখ।
প্রধান অতিথি হাফেজ জাফর আহমদ বলেন, বাংলাদেশ স্বাধীনের পর বেশ কয়েকটি দল এখনো পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কিন্তু তারা কেউ জনবান্ধব শাসনব্যবস্থা নিশ্চিত করতে পারিনি। হাজার সমস্যার একটাই সমাধান ইসলামী হুকুমত কায়েম করা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :