কালীগঞ্জে পৌর সভার ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার পৌর ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে চৈতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ড সভাপতি শোয়েব আহম্মেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর সভার আমীর মাওলানা আমিমুল এহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন, পৌর সেক্রেটারি মোঃ আনিছুর রহমান, পৌর সভার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- মোঃ তারেক, মোঃ রাকিব, রাজুসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, এলাকার তরুণ ও যুব সমাজ এবং মুরুব্বিসহ সাংবাদিকবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর সভার আমীর মাওলানা আমিমুল এহসান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :