গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরনকৃত ভিজিএফের স্লিপ না পাওয়ায় ইউপি মেম্বরের বড় ভাই কে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(১৮ মার্চ) বিকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের সাজুর মোড়ে এঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,ওই গ্রামের গ্রামের হাছেন আলীর ছেলে মনজু মিয়া একই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল শেখের কাছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের স্লিপ নিতে যায়। ইউপি সদস্য আব্দুল শেখ তার কাছে কোন স্লিপ নেই বলে মনজু মিয়াকে জানান।এতে মনজু মিয়া ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য আব্দুল শেখ কে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় বকাঝকা করতে থাকেন।
এসময় ইউপি সদস্যের বড় ভাই মোজা মিয়া এর প্রতিবাদ জানান।এনিয়ে মনজু মিয়ার সাথে মোজা মিয়ার তুমুল বাগবিতন্ডা শুরু হয়।
একপর্যায়ে মনজু মিয়া মারমুখি হয়ে মোজা মিয়াকে এলোপাতাড়ি ভাবে মারধর করেন।ইউপি আব্দুল শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রতিবার মনজু মিয়াকে ভিজিএফের তালিকায় নাম দেওয়া হয়।কিন্তু এবারে তাকে স্লিপ দেওয়া সম্ভব হয়নি। সেই রাগে আমার নিরীহ ভাইকে মারধর করেছে মনজু মিয়া।তবে এব্যাপারে ওইদিন রাতে থানায় একটি অভিযোগ করা হয়েছে।সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ঘটনাটি ইউপি সদস্য আব্দুল শেখ আমাকে জানিয়েছেন।তবে এমন ঘটনা খুবই দুঃখজনক।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :