কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, চেয়াম্যান আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা ঢাকা মেট্রো–ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল হেলাল মাহামুদ একুশে সংবাদকে জানান, দূর্ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :