AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৭:১১ পিএম, ১৯ মার্চ, ২০২৫
মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর দেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এতে আগামী ২১ মার্চের মধ্যে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল কে সাংগঠনিক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন। এই মর্মে আগামী ২১ মার্চের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করা নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরে টিআর, কাবিখা/কাবিটা প্রকল্পের বরাদ্দ আসে। প্রকল্পসমূহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্টন করা হয়। এসব প্রকল্প নিয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। ছাত্রদলের সভাপতি তিনি পিআইওর কাছে আটটি প্রকল্প চান তাকে চারটি প্রকল্প দেওয়া হয়।  এতে তিনি ক্ষিপ্ত হয়ে পিআইওকে মারধর করতে উদ্যত হয়।

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল পিআই অফিসে ঝামেলার বিষয়টি এড়িয়ে বলেন, দলীয়  কোন্দলের কারণে শোকজের নোটিশ হয়েছে। মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরের নাম্বারে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মদন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জানান, গত ১৩ মার্চ উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল পিআইওর কাছে টিআর কাবিখা ও কাবিটার জন্য আটটি প্রকল্পের তালিকা দেন। এ সময় পিআইও প্রকল্প দিতে অপরগতা প্রকাশ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করতে উদ্যত হয় পিপুল। শুনেছি এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে যান মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল। তিনি পিআইওর কাছে টিআর কাবিখা প্রকল্পের জন্য আটটি প্রকল্পের তালিকা দেন। পরে পিআইও তার আবেদনের প্রেক্ষিতে চারটি প্রকল্প অনুমোদন দেয়। বাকি প্রকল্প  বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর কে তার অফিসে মারধর করার জন্য উদ্যত হন। উপস্থিত অন্যান্য লোকজনের চেষ্টায় পিপুল কে শান্ত করা হয়। এ বিষয়টি পরে উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে জানাজানি হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!