জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সুরুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য হুমায়এন কবীর শ্যামল, ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাওসার টুকন, সেচ্ছাসেবক দলের সভাপতি ফিরুজ আলম সোহাগ, সাধারণ সম্পাদক এরশাদ আলী, শ্রমিক দলের সভাপতি শিপন মিয়া, সাধারণ সম্পাদক লিমন মিয়া, ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক সাঈম সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিভিন্ন গ্রাম, ওয়ার্ড থেকে আসা প্রায় ১ হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :