ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাইপাস সড়কের কানম ভিলায় জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট বিএ এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আব্দুল হাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি পৌর জামায়াতে ইসলামীর আমীর এ এইচ এম আলমগীর হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি মো. আবু ত্বোহা।
এতে নলছিটি উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :