ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধবার (১৯ মার্চ) বিকেল থেকে স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
স্থানীয় সূত্র জানায়,উপজেলা বিএনপির দুটি পক্ষই বুধবার নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে ইফতারের জন্য স্থান নির্ধারণ করে। বিকেলে দুই পক্ষই শক্তির জানান দিতে মিছিল করে।
এক পর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের অনেকেই নান্দাইল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল পাঁচটায় ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা ছাত্তার জানান, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ও সাধারণ মানুষের জানমাল এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :