জামালপুরের সরিষাবাড়ীতে হাত পা বাধা অবস্থায় রাসেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার (চা পট্টি) গণশৌচাগার সংলগ্ন দোকান থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়।
নিহত রাসেল আরামনগর বাজারের চা দোকানদার অহিদুল মিয়ার ছেলে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহতের বাবা অহিদুল ও বোন রাশেদা জানান, রাসেল তার বন্ধুদের পাল্লায় পড়ে জুয়া খেলায় আসক্ত ছিল। এতে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে কয়েকদিন আগে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দেয়। এদিকে বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর আর বাড়ি ফিরেনি।
চা দোকানদার হাফিজুর রহমান জানান, তার দোকান টিনের বেড়া দেওয়া এবং নিচে ফাঁকা। সকাল ৮টার দিকে তিনি দোকান খুলেন। ভেতরে ঢুকে তিনি রাসেলকে ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো এবং পেছন থেকে হাত ও পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেখতে পান। ধারণা করা হচ্ছে, পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটি জের ধরে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে, পরিবারের লিখিত অভিযোগ ও তদন্তের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :