পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গতমঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জণ বাগানে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, জুলাই `২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শহীদ জসীম হাওলাদারের কন্যা সরকারী জনতা কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি। এঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চলে যায়।
এঘটনায় ভিকটিম কলেজ শিক্ষার্থী আজ বুধবার বেলা ১১টায় দুমকি থানায় হাজির হয়ে অভিযোগ করলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলা নিতে পুলিশ গড়িমশি করছে বলে অভিযোগ ভিকটিমের । এরিপোর্ট লেখা পর্যন্ত বুধবার সন্ধ্যা পৌণে ৭টায় ভিকটিম থানার পুলিশ হেফাজতে আছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন এখনই কোন তথ্য দেয়া যাবে না। সার্কেল এসপি আসছে, ব্যস্ত আছি। পরে কথা বলুন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :