বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর জেলার আহ্বায়ক ও উপজেলা বিএনপি`র সভাপতি আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক।
আলোচক ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল হক,দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু সালেহ সরকার। এ সময়স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :