ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজে নিন্ম মানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করতে গিয়ে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সোহাগ বদ্দার জানান, মনপুরা উপজেলায় ৫২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরীর কাজ চলছে। দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণ কাজে নিন্ম মানের সামগ্রী ব্যবহার হয়ে আসছে। এর প্রতিবাদ জানিয়ে আসছিলো ঐ এলাকার যুবক রাশেদসহ স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে প্রতিবাদের এক পর্যায়ে রাশেদ ও কয়েকজন লোক বাঁধ নিয়ন্ত্রণের কাজ বন্ধ করার দাবী জানায়। এ সময় বাঁধের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ বন্ধ করতে রাজি হয়নি। এক পর্যায়ে শ্রমিকদের হামলায় রাশেদ গুরুত্বর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় মারা যান রাশেদ। এ ঘটনায় মামুন ও রাব্বি নামে অপর দুই যুবক আহত হয়েছে। তারা সবাই উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড রহমানপুর গ্রামের বাসিন্দা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :