AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাকার অভাবে মসজিদ নির্মাণের কাজ বন্ধ, সহায়তা কামনা


টাকার অভাবে মসজিদ নির্মাণের কাজ বন্ধ, সহায়তা কামনা

ময়মনসিংহের নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাদিরপুর পশ্চিম উত্তর পাড়া ঈদগাঁ জামে মসজিদের নির্মাণ কাজ অর্থাভাবে থেমে গেছে।

নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় মসজিদে নামাজ আদায় নিয়ে সমস্যায় পড়েছেন মুসল্লিরা। নির্মাণকাজ শেষ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন উদ্যোক্তারাও।

২০১৯ সালে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।৮ শতাংশ জমিতে দ্বিতীয় তলার ভীতের উপর ৩২ হাত দৈর্ঘ্য ও ২৫ হাত প্রস্থের মসজিদটির ১ম তলার কাজ শেষ হয়েছে।কিন্তু অর্থাভাবে আটকে গেছে মসজিদের দ্বিতীয় তলা ও বারান্দার কাজ।

বারান্দার ওয়ালের দরজা,জানালা,গ্রীল ও ফ্লোর ও প্লাস্টারসহ সমস্ত কাজই অসম্পুর্ণ রয়েছে। শুধু বারান্দাই নয়,বাকী রয়েছে  অযুখানা ও স্যানিটেশন ব্যবস্থা।প্রয়োজন ঈদগাহ মাঠে মাটি ভরাট। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, এলাকাবাসী, প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কমিটির সভাপতি মো.শাহজাহান মিয়াসহ দায়িত্বশীলরা।

বর্তমানে মসজিদটিতে স্থানীয় বাসিন্দা ও পথচারীসহ ৪ টি গ্রামের শতাধিক মুসুল্লি নামাজ আদায় করেন।মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ৭ শতাধিক মুসুল্লি নামাজ আদায় করেন।তাদের বেশিরভাগই কৃষক ও খেটে-খাওয়া মানুষ।

অযুখানা ও স্যানিটেশনসহ মসজিদের বারান্দার নির্মান কাজ শেষ করতে প্রয়োজন মোটা অংকের আর্থিক সহায়তা। মুসুল্লিদের প্রত্যাশা-আর্থিক সহায়তার হাত আরও প্রসারিত করবেন এলাকাবাসিসহ আশপাশ অঞ্চলের বিত্তবান ও প্রবাসীরা।এগিয়ে আসবেন উপজেলা প্রশাসন।

স্থানীয় সমাজসেবক সৈকত আলী খোকন বলেন,মসজিদের বারান্দার কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। আমরা গ্রামের খেটে-খাওয়া গরিব মানুষ। বড় অংকের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য আমাদের নেই।তাই বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম বলেন,বর্তমানে বারান্দার কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।নামাজ পড়তে খুব সমস্যা হচ্ছে।তাই উপজেলা প্রশাসন,এলাকবাসী সকল বিত্তবান ও প্রবাসী ভাইদের সহযোগিতা চাচ্ছি।

মসজিদ কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন,স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হয়েছে।নির্মাণ কাজে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন দ্রুত বারান্দার কাজটি সম্পন্ন করা প্রয়োজন।

মসজিদটি সম্পূর্ণ করতে আরও প্রায ১৫ লাখ টাকার প্রয়োজন। যা আমাদের পক্ষে কোনভাবেই জোগাড় করা সম্ভব না ।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, সহযোগিতার জন্য একটি আবেদন দিয়ে রাখলে পরবর্তিতে সুযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!