AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় গণধোলাইয়ের ভিডিও ভাইরাল


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:৫২ পিএম, ২০ মার্চ, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় গণধোলাইয়ের ভিডিও ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জের জামতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় এক প্রতারকে গণধোলাই দেয়ার ঘটনা ঘটছে। গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়েছে। 


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি অটোরিক্সা থামিয়ে মাদক তল্লাশির কথা বলে ওই অটোরিক্সা চালকের ২৭ হাজার টাকা ছিনতায় করে। একপর্যায়ে অটোরিক্সা চালকের চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে।


আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খায়রুল বাশারের ছেলে মশিউর রহমান।


সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, এই মশিউর রহমান দীর্ঘদিন থেকে মিথ্যা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করছিল। আমরা তাকে আটকের তৎপরতা চালাচ্ছিলাম। আজ জামতলা এলাকায় আবারও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা তাকে আটক করে। এখন সে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!