নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এই আদেশ দেন। সদর থানার ওসি হাবিবুল্লাহ ও সাদ্দামের আইনজীবী শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি হাবিবুল্লাহ বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ থেকে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।’
জানা যায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আশিক হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার থেকেই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি হাবিবুল্লাহ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :