মানিকগঞ্জে যুবদলের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও যুবদল নেতা ফজলুল করিম শামীম ওরফে ফ্রান্স শামীমকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল ইসলাম বিশ্বাস বাবুর স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন জেলা যুবদলের আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন।
লিখিত বক্তব্যে বলা হয়, গেল রবিবার (১৬ মার্চ) বিকেলে মানিকগঞ্জ শহরে যুবদল নেতা শামীমের সাথে ট্রাফিক কনস্টেবল রফিকের সামান্য বাকবিতণ্ডা হয়। রিকশাচালকের চাবি নিয়ে তাকে মামলা দেওয়ার হুমকি দেয় পুলিশ। এ ঘটনায় যুবদল নেতা শামীম প্রতিবাদ করে। এই প্রতিবাদকে কেন্দ্র করেই বাকবিতন্ডার ঘটনা ঘটে। তখন প্রকাশ্যে পুলিশ তার (শামীম) সাথে অসদআচরণ করে। এই ঘটনায় যুবদল নেতা ও তার স্ত্রীসহ প্রকাশ্যে পুলিশের কাছে ক্ষমা চান। পুলিশ এ সময় আরও ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে যুবদল নেতাকে নির্যাতন করতে-করতে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এই তুচ্ছ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ১/১১ সময়ের মতো যুবদল এবং বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কোন অপরাধ ঘটে থাকলে আমরা চাই সেখানে আইন প্রয়োগ। তাই বলে মিডিয়ায় সত্যতার বাহিরে যত্রতত্র লেখারও তীব্র নিন্দা জানাই আমরা।
এ সময় মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব কাজী মোশতাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ন আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :