AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:১৮ পিএম, ২০ মার্চ, ২০২৫
পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।


গতকাল (১৯ মার্চ) বুধবার দিনগত রাত ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে চারজনকে আটক করা হয়। আটককৃত একজনকে  ২ লাখ টাকা জরিমানা ও ০৩ (তিন) মাসের কারাদণ্ড এবং বাকি তিন জনকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা ও প্রত্যেককে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক কৃত ৪ জন হলো পারভেজ শেখ, আনোয়ার শেখ, আবু তালেব ও মো. সাব্বির।  


অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড, নৌপুলিশ ও আনসার সদস্যবৃন্দ সহযোগিতা করেন। তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!