বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং কুসুম্বা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গরুর হাটে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৮নং কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর, ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদের সদস্য আব্দুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব এবং সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা ও পরানপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :