মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ছদ্মবেশে মসলা কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে শহরের সাগরদিঘী রোডসহ বিভিন্ন স্থানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া মসলার কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে মসলায় ভেজাল মেশানোর অভিযোগে খসরু আলমের মালিকানাধীন সাগরদিঘী রোডের ভাই-ভাই মসলা মিলকে
ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মসলা উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকারক রং মিশিয়ে বাজারজাত করার অপরাধে এই জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, তারা গাড়ি ও পুলিশ ফোর্স দূরে রেখে প্রথমে ছদ্মবেশে বিভিন্ন মসলার মিলে গিয়ে পরিদর্শন করেন। পরে অনিয়ম পেয়ে পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে মসলা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর পরিবেশ এবং ভেজাল মসলার উৎপাদন প্রক্রিয়া প্রমাণিত হয়, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।
এটি ছিল শ্রীমঙ্গলে মসলা উৎপাদনে ভেজাল মেশানোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :